জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া

সুন্দরবনের মাটিতে O2-এর পরিমাণ কম হওয়ায় উদ্ভিদের কোন অভিযোজনটি ঘটে? 

আজিবুর স্যার

উপকূলীয় বনাঞ্চল উদ্ভিদের বৈশিষ্ট্যঃ

  • উপকূলীয় বনাঞ্চলের বেশির ভাগ উদ্ভিদ বহুবর্ষজীবী ও দীর্ঘায়ুসম্পন্ন হয়।

  • বিভিন্ন ধরনের ক্লোনাল বংশবৃদ্ধি পদ্ধতি লক্ষ্য করা যায়।

  • বৃদ্ধির হার শস্য উদ্ভিদের চেয়ে অপেক্ষাকৃত কম।

  • দ্রবীভূত নাইট্রোজেনের ঘনত্ব বেশি থাকে।

  • জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়।

  • কিছু কিছু ক্ষেত্রে শ্বাসমূল থাকে।জোয়ারে প্লাবিত বা সিক্ত মাটি থেকে পর্যাপ্ত O2O_2 না পেলে শ্বাসমূল বাতাস থেকে O2O_2 গ্রহণ করে।

জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও