ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার

সুমন চট্টগ্রাম থেকে ঘুরে আসার পর জ্বরে আক্রন্ত হলো। কিন্তু তার জ্বর নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি দিয়ে আসতে লাগল।

সুমনের জ্বরের জীবাণু মানুষের কোন অঙ্গ বা অংশকে আক্রান্ত করে?

i. যকৃত
ii. লোহিত রক্তকণিকা
iii. কিডনি

নিচের কোনটি সঠিক?

CB 15

মানুষের যকৃত ও লোহিত রক্ত কণিকায় ম্যালেরিয়ার পরজীবী অযৌন পদ্ধতিতে জীবন চক্র সম্পন্ন করে। এ জীবন চক্রে ‘সাইজন্ট’ নামক বহু নিউক্লিয়াসবিশিষ্ট একটি বিশেষ দশা বিদ্যমান থাকে। এ ধরনের জীবন চক্রকে সাইজোগনি বলে।

ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার টপিকের ওপরে পরীক্ষা দাও