প্রিজম
সূর্যের আলোর বিচ্ছুরণে কোন রংটি থাকে না?
সূর্যের আলোর বিচ্ছুরণে কালো রংটি থাকে না।
এটি সমবাহু কাচের প্রিজমের কোনো তলে যদি আলো লম্বভাবে আপতিত হয়,তবে রশ্মির ন্যুনতম বিচ্যুতি হবে-
নূন্যতম বিচ্যুতির ক্ষেত্রে-
i1 = i2
i1 = r1
r1 = r2
নিচের কোনটি সঠিক?
বেগুনি,লাল ও মধ্য বর্ণ হলুদের জন্য এক প্রকার ক্রাউন কাঁচের প্রতিসরনণাঙ্ক যথাক্রমে 1.56,1.48 ও 1.52। বেগুনি ও লালের মধ্যে ঐ কাঁচের বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় কর ?
একটি প্রিজমের উপাদানের প্রতিসরাংক 1.5 । প্রিজমের কোন এক তলে আলোকরশ্মি 50° কোণে আপতিত হলে রশ্মিটির নূণ্যতম বিচ্যুতি ঘটে । প্রিজমটির কোণ নির্নয় কর