বাঙ্গালার নব্য লেখকদের প্রতি নিবেদন
নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন; আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে।
কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা?
"আপনারে যে ভেঙেচুরে
গড়তে চায় পরের ছাঁচে
অলীক, ফাঁকি, মেকি সে জন,
নামটা তার কদিন বাঁচে। ”
কবিতাংশের ভাব 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন ‘প্রবন্ধের লেখকের যে নিবেদনের সাথে সাদৃশ্যপূর্ণ তা হলো-
i. পরানুকরণে নিরুৎসাহিতা
ii. অন্য লেখকদের অনুকৃতি
iii. স্বকীয়তায় সচেষ্ট থাকা
নিচের কোনটি সঠিক?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কী ছিলেন?