রেইনকোট

সেনাবাহিনীর অফিসার হয়েও ক্যাপ্টেন মনন মুক্তিযুদ্ধে দেশের হয়ে লড়েননি। তার মনে হতো পাকিস্তানের বিজয় সময়ের ব্যাপার মাত্র।

উদ্দীপক ও 'রেইনকোট' গল্পে কোন কথাটি মূর্ত হয়ে উঠে?

i. দেশপ্রেম নিয়ে সবার অনুভূতি এক না

ii. মুক্তিযুদ্ধের সময়ও বিভীষণ ছিল ঘরে-বাইরে

iii. প্রশিক্ষণ যুদ্ধের জন্য অপরিহার্য নয়

নিচের কোনটি সঠিক?

FGCC 24

রেইনকোট গল্পে আমরা দেখতে পাই, একদল লোক বাঙালি হওয়া সত্ত্বেও পাকিস্তানের পক্ষে দোয়া করছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন; এর কারণ সবার দেশপ্রেম এক নয়; তাই মুক্তিযুদ্ধের সময় ঘরে বাইরে শত্রু লুকিয়ে ছিলো

রেইনকোট টপিকের ওপরে পরীক্ষা দাও