লালসালু

সে তো রহস্য করে যে ভস্ম চেনা বড়ো দায় তাকে তাতে পড়ে বাঁধা লাগে চোখে ধাঁধা তবু মাতি মৌতাতে।

উদ্দীপক প্রতিফলিত হয়েছে 'লালসালু' উপন্যাসের-

i. মজিদের মানসাকাঙ্ক্ষা

ii. জমিলার রহস্যময়তা

iii. মজিদের লোলুপতা

নিচের কোনটি সঠিক?

MGCC 23

• মজিদ তার ক্ষমতা ও প্রভাব প্রতিষ্ঠা করতে চায় এবং এর জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তার উচ্চাকাঙ্ক্ষা তাকে সমাজে আধিপত্য বিস্তার করতে প্ররোচিত করে।মজিদের চরিত্রে এক ধরনের লোভ ও স্বার্থপরতা প্রকাশ পায়। জমিলা ও অন্যান্য বিষয়কে নিয়ন্ত্রণ করার তার আকাঙ্ক্ষা তার লোলুপ মানসিকতার প্রকাশ।

লালসালু টপিকের ওপরে পরীক্ষা দাও