সোনার তরী
ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী রূপী চিরায়ত শিল্পলোকে।
পাঁচশ বছর আগে বিশ্বচিত্রকর্মের সর্বাধিক উজ্জ্বল কিংবদন্তি লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মহাকাব্যিক চিত্রকর্ম 'মোনালিসা' সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম। ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসেন।
'মোনালিসা' চিত্রকর্মের সাথে 'সোনার তরী' কবিতার কীসের সাদৃশ রয়েছে?
"এপারেতে ছোটো খেত, আমি একেলা।"
এই চরণটিতে 'আমি' বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে?
'সোনার তরী' কবিতায় 'বিদেশ' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
"যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা পড়েনি কী তার রেখা জীবনের স্রোতে? তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়।
উদ্দীপকের 'তুমি' 'সোনার তরী' কবিতায় কোনটির সঙ্গে তাৎপর্যপূর্ণ