স্থিতিস্থাপকতা

স্থিতিস্থাপকতা সম্পর্কে বলা হয়, ইহা-

  1. তাপমাত্রার সাথে পরিবর্তন হয়

  2. ভেজালের উপস্থিতিতে পরিবর্তন হয়

  3. পদার্থের আকৃতির উপর নির্ভর করে

নিচের কোনটি সঠিক?

ইসহাক স্যার

বিখ্যাত বিজ্ঞানী রবার্ট হুক পীড়ন ও বিকৃতির মধ্যে একটট নিবিড় সম্পর্ক লক্ষ করেন। এই সম্পর্ককে তিনি 1678 খ্রিস্টাব্দে একটি সূত্রের আকারে প্রকাশ করেন। এর নাম হুকের সূত্র। সূত্রটি নিচে বিবৃত হলো :

"স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ওপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক।" গাণিতিকভাবে লেখা যায়, পীড়ন \propto বিকৃতি।

বা, পীড়ন = ধ্রুবক × \times বিকৃতি

বা  পীড়ন  বিকৃতি = \frac{\text { পীড়ন }}{\text { বিকৃতি }}= ধ্রুবক (constant)

এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপকতা গুণাঙ্ক। স্থিতিস্থাপকতা গুণাঙ্ক প্রতিটি বস্তুর ক্ষেত্রে আলাদা।

স্থিতিস্থাপকতা টপিকের ওপরে পরীক্ষা দাও