বৃক্কের গঠন ও কাজ,রেচনের শারীরবৃত্ত
স্বাভাবিক মূত্রের রং খড়ের রং এর মতন হবার কারণ-
মূত্রের বিশেষ বৈশিষ্ট্যুকো হলো-
১. বর্ণ (Colour) : স্বাভাবিক মূত্র হালকা হলুদ বা খড় বর্ণের (straw colour) । মূত্রে ইউরোক্রোম) (urochrome) নামক রब্রক পদার্থ থাকায় মূত্রের রং হালকা হলুদ হয়।
জীববিজ্ঞান বই-এ মানুষের দেহে পানির সমতা নিয়ন্ত্রণ ও তরল বর্জ্য উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
উল্লিখিত অঙ্গে ব্যবহৃত হরমোনের উৎসস্থল—
পিটুইটারি গ্রন্থি
অ্যাড্রেনাল গ্রন্থি
হৃৎপিণ্ড
নিচের কোনটি সঠিক?
মিতুল ক্লাসে রেচনতন্ত্র পড়ার সময় দেখল পিটুইটারি গ্রন্থি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, যা রক্তে প্রবাহিত হয়।
উদ্দিপকের রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যুক্তিযুক্ত-
রক্তে H2O কমলে অধিক হরমোন ক্ষরিত হবে
রক্তে H2O বাড়লে কম হরমোন ক্ষরিত হবে
Na+ রেচন বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক ?
পলাশ গ্রীষ্মকালে সারাদিন বিভিন্ন কাজে বাইরে ঘোরাফেরা করল কিন্তু কোথাও পানি পেল নাকম পড়বে হল সন্ধ্যাবেলায় দেখল যে তার গাঢ় হলুদ ও কম প্রস্রাব হলো। এক্ষেত্রে পলাশের মস্তিষ্কের একটি গ্রন্থি নিঃসৃত হরমোন সহায়তা করল।
উদ্দীপকে আলোচিত হরমোনটির নাম ক?