হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া
হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়?
বহিঃকোষীয় পরিপাক বলতে কোষের বাইরে বা সিলেন্টেরনে খাদ্যবস্তুর পরিপাককে বোঝানো হয়। এক্ষেত্রে গ্রন্থি কোষ থেকে নিঃসৃত এনজাইনের প্রভাবে পরিপাক সংগঠিত হয়।বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র প্রোটিনের পরিপাক ঘটে, লিপিড ও শর্করা খাদ্যাংশের কোন পরিবর্তন হয় না।