২.৬ aromaticity ও হাকেল তত্ব, বেনজিন

হাকেল তত্ত্বানুসারে অ্যারোমেটিক হতে হলে-

হাকেল তত্ত্ব: বিজ্ঞানী হাকেল একটি তত্ত্বের মাধ্যমে অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করেন। হাকেল তত্ত্বের প্রস্তাব অনুসারে-

1. সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকে। যার উপরে ও নিচে সঞ্চরণশীল π \pi আণবিক অরবিটাল থাকে।

2. এ π \pi আণবিক অরবিটালে (4n + 2) সংখ্যক সঞ্চারণশীল π \pi ইলেকট্রন থাকে। এখানে । একটি পূর্ণ সংখ্যা যার মান, 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। যেমন:

(i)→4n+2=8→4n = 6; n = 3/2 যা ভগ্নাংশ (i) নং অ্যারোমেটিক যৌগ নয়। আর 4n + 2 = 8 কারণ π \pi মোট ইলেকট্রন ৪ টি।

(ii) 4n+2=64n=4n=1 \rightarrow 4 n+2=6 \Rightarrow 4 n=4 \therefore n=1 পূর্ণসংখ্যা (ii) নং অ্যারোমেটিক যৌগ।

(iii) 4n+2=2n=0 \rightarrow 4 n+2=2 \therefore \mathrm{n}=0 সুতরাং (iii) অ্যারোমেটিক যৌগ।

(iv) 4n+2=6n=1 \rightarrow 4 n+2=6 \therefore \mathrm{n}=1 সুতরাং (iv) অ্যারোমেটিক যৌগ।

(v) 4n+2=10n=2 \rightarrow 4 n+2=10 \therefore n=2 সুতরাং (v) অ্যারোমেটিক যৌগ।

২.৬ aromaticity ও হাকেল তত্ব, বেনজিন টপিকের ওপরে পরীক্ষা দাও