লালসালু

হাতিম ও আসমার দশ বছরের সংসার। বিয়ের এত বছর পরেও তাদের কোনো সন্তান হয় না। অনেক খোঁজাখুঁজির পর তারা দূরের এক গ্রামে মালেক কবিরাজের সন্ধান পায়। সন্তান লাভের আশায় হাতিম দ্রুত স্ত্রীকে নিয়ে সেখানে যায়। মালেক কবিরাজ অনেকক্ষণ ধরে আসমাকে নিরীক্ষা করার পর বলেন, 'পেটে বাণ মারছে' এই কারণেই আসমার সন্তান হয় না।

NDCD 23
লালসালু টপিকের ওপরে পরীক্ষা দাও