বিশ্বগ্রাম ও ধারণা
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান ছিলেন একজন-
কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে তুলে ধরে একে জনপ্রিয় করে তোলেন।
আমেরিকায় MIT অধ্যয়নরত আবরার তার বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। এক্ষেত্রে আবরার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা গ্রহণ করে। আবরারের বাবা-মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা-
i) ফেসবুক
ii) ম্যাসেঞ্জার
iii) স্কাইপি
নিচের কোনটি সঠিক?
আমেরিকা, ইউরোপ কিংবা উন্নতদেশগুলোতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক বিকাশের ফলে তৈরি হয়েছে-
i) বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং
ii) আইসিটি এনাবল্ড কাজ
iii) ডেটা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
তথ্য প্রযুক্তির বিশ্বায়ন বাস্তবায়নে প্রয়োজন- i) দক্ষতা ii) উপযোগিতা থাকা iii) সক্ষমতা নিচের কোনটি সঠিক?
অর্থদন্ডে দন্ডিত হয়েছে এমন সফটওয়্যার কোম্পানি-
i) আমাজন
ii) গুগল
iii) ফেসবুক
নিচের কোনটি সঠিক?