প্রশ্বাস নিশ্বাস এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং শ্বাসরঞ্জক

হিমোগ্লোবিন এর আণবিক ওজন কত?

হিমোগ্লোবিন এর আণবিক ওজন 64450 ডাল্টন। 

চারটি একক নিয়ে গঠিত হিমোগ্লোবিন একটি গোল অণু । এর প্রতিটি একক পলিপেপটাইড জাতীয় প্রোটিন গ্লোবিন(globin) গঠিত । রক্তে হিম ও গ্লোবিন ১ঃ২৫ অনুপাতে উপস্থিত থাকে । হিমের ৩৩.৩৩% লৌহ (Fe) । পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র ৪-৫ গ্রাম লৌহ থাকে।

-আলিম স্যার

প্রশ্বাস নিশ্বাস এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং শ্বাসরঞ্জক টপিকের ওপরে পরীক্ষা দাও