বাংলা
১০ জন বন্ধু মূলধন সংগ্রহ করে একটি কোম্পানি গঠনের উদ্যোগ নেয়। পরবর্তীতে কোম্পানিটি নিবন্ধন করেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ না করায় কোম্পানি কাজ শুরু করতে পারছে না । উদ্দীপকের বর্ণিত নিবন্ধিত প্রতিষ্ঠানটি কোন ধরনের?
কার্যারম্ভের অনুমতিপত্র ছাড়া ব্যবসায় শুরু করা যায় না। প্রাইভেট লিমিটেড হলে কার্যারম্ভের অনুমতিপত্র প্রয়োজন হয় না ব্যবসায় শুরু করতে।
তাই বুঝা যায় উদ্দিপকের কোম্পানি সংগঠন টি পাবলিক লিমিটেড।
অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্জিতি (০১-০১-১৩) ১,১০০ টাকা, প্রদেয় বাট্টা সঞ্চিতি (০১-০১-১৩) ১০০ টাকা, অবলোপনকৃত অনাদায়ী পাওনা (৩১-১২-১৩) ৫০০ টাকা, বিবিধ দেনাদার (৩১-১২-১৩) ১৪,০০০ টাকা, যার ওপর ৬% হারে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি এবং ৩% হারে প্রদেয় বাট্টা সঞ্চিতি রাখতে হবে। অনাদায়ী ও সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের জের কত?
Where is Kaptai lake situated?
বাংলাদেশের সংবিধানের নাগরিকত্বের উল্লেখ করা আছে -