ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র

১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার দু'জন তরুণ বিজ্ঞানী ঘাস গোত্রের উপর গবেষণা করতে গিয়ে দেখেন যে কার্বন বিজারণ একটি ভিন্ন পথে সম্পন্ন হয় এবং এ চক্রে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ ৪ কার্বনবিশিষ্ট যৌগ। 

উদ্দীপকে চক্রে CO2 এর গ্রাহক কে?

মাজেদা বেগম ম্যাম

C4 উদ্ভিদে মেসোফিল কোষে অবস্থিত ফসফোইনল পাইরুভিক অ্যাসিড (৩ কার্বন) এর সাথে বায়ুস্থ CO₂ (HCO3- হিসেবে অংশগ্রহণ করে) মিলিত হয়ে ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করে। কার্বোক্সিলেজ এনজাইম এ বিক্রিয়ায় সহযোগিতা করে।

ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র টপিকের ওপরে পরীক্ষা দাও