হিসাববিজ্ঞান

২০১৬ সালের ১ এপ্রিল মিম এন্টারপ্রাইজ ৬০,০০০ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং ১০,০০০ টাকায় সংস্থাপন করে।যন্ত্রপাতিটির আয়ুষ্কাল ধরা হয় ৬ বছর এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব শেষ করে। যদি প্রতিষ্ঠানটি ক্রমহ্রাস মান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে তবে অবচয়ের হার কত হবে ?

অবচয়ের হার = (১০০/আয়ুষ্কাল)*২

= (১০০/৬)*২ = ৩৩.৩৩%

হিসাববিজ্ঞান টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question