আগস্ট ২০২৩

৩০ জুন ২০২৩ জাতিসংঘ কোন শান্তিরক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে?

- ৩০ জুন ২০২৩ জাতিসংঘ মালিতে চলা শান্তিরক্ষা মিশন MINUSMA-র সমাপ্তি ঘোষণা করে।

- এটি পশ্চিম আফ্রিকার দেশ মালির সরকার ও বিভিন্ন সংঘাতকারী দলের মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক ২০১৩ সালে চালু করা হয়েছিল।

- এই মিশনের মূল উদ্দেশ্য ছিল মালির সংঘাতকারী অঞ্চলগুলোতে শান্তি ও সুরক্ষা নিশ্চিত করা, মানবাধিকার ও আইনের প্রয়োগ বাস্তবায়ন করা, মানবিতার সহায়তা প্রদান করা এবং মালির সরকারকে শান্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করা।

- এই মিশনে প্রায় ১৩ হাজার শান্তিরক্ষী ও পুলিশ কর্মী নিযুক্ত ছিলেন।

- এছাড়া এই মিশনে বাংলাদেশ থেকেও প্রায় ১৬০০ শান্তিরক্ষী ও পুলিশ কর্মী অংশগ্রহণ করেছেন।

[তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট]

আগস্ট ২০২৩ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো