মে ২০২৩
৪ এপ্রিল ২০২৩ কোন দেশ ন্যাটোর ৩১তম সদস্যপদ লাভ করে?
NATO - North Atlantic Treaty Organization (উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা)
--> NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
--> ন্যটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
--> ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩১।
--> সর্বশেষ ফিনল্যান্ড ৪ এপ্রিল ২০২৩ তারিখে ন্যাটোতে যোগ দেয়।
--> ন্যাটোভুক্ত মুসলিম দেশ ২ টি। যথাঃ আলবেনিয়া ও তুরস্ক।
--> ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
--> বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ ৷
--> ন্যাটোর দাপ্তরিক ভাষা ২ টি। ইংরেজি ও ফ্রেঞ্চ বা ফরাসি।
--> মূল উদ্দেশ্য সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা।
--> ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ।
--> ন্যাটো হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংগঠন। ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সব দেশের সামরিক খরচের প্রায় ৭০ ভাগ।
--> সর্বশেষ ন্যাটো শীর্ষ সম্মেলন 11 থেকে 12 জুলাই 2023 পর্যন্ত লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছিল৷
--> পরবর্তী ন্যাটো শীর্ষ সম্মেলনটি 9 থেকে 11 জুলাই 2024 সালের মধ্যে ওয়াশিংটন, ডিসি-তে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷