বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ

৬ দফা কর্মসূচি কবে ঘোষিত হয়?

যুক্তফ্রন্ট মন্ত্রিসভা, ১৯৫৪

১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের পর 'যুক্তফ্রন্ট' শেরে বাংলা এ. কে. ফজলুল হককে সর্বসম্মতিক্রমে 'সংসদীয় নেতা' নির্বাচন করে। তদানীন্তন পূর্ব বাংলার গভর্নর চৌধুরী খালিকুজ্জামান ২৫ মার্চ শেরে বাংলা এ. কে. ফজলুল হককে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। তিনি ৩ এপ্রিল চার সদস্যবিশিষ্ট এবং পরে ১৫ মে আওয়ামী লীগের ৭ জন এবং কৃষক শ্রমিক পার্টির ৩ জনসহ মোট ১৪ জন নিয়ে বর্ধিত মন্ত্রিসভা গঠন করেন।

এদের মধ্যে উল্লেখযোগ্য -

১. শেরে বাংলা এ. কে. ফজলুল হক - মুখ্যমন্ত্রী (স্বরাষ্ট্র, সংস্থাপন, ত্রাণ ও পুনর্বাসন, স্বায়ত্তশাসন, নির্বাচন ও পার্লামেন্টারি বিষয়সহ।)
২. আবু হোসেন সরকার - অর্থমন্ত্রী
৩. আতাউর রহমান খান - খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী
8. আবুল মনসুর আহমদ - জনস্বাস্থ্য মন্ত্ৰী
৫. শেখ মুজিবুর রহমান - কৃষিঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্ৰী

উল্লেখ্য, 
- 'যুক্তফ্রন্ট' নেতাগণ ২১ ফেব্রুয়ারির স্মৃতি অম্লান করে রাখার জন্য ১৯৫৪ সালে যুক্তফন্টের নির্বাচনি ইশতেহারকে ২১ দফা কর্মসূচিতে লিপিবদ্ধ করেন।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্টের প্রতীক ছিলো 'নৌকা'।
- মুসলিম লীগের প্রতীক ছিলো 'হারিকেন'।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question