বাংলাদেশের সংবিধান

'৭ই মার্চের ভাষণ' সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?

'৭ই মার্চের ভাষণ' সংবিধানের পঞ্চম তফসিলে সংযোজন করা হয়েছে। ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর সংবিধানের পঞ্চম তফসিলে '৭ই মার্চের ভাষণ' সংযুক্ত করা হয়। এই তফসিলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা ও দলিল সংযুক্ত করা হয়েছে। '৭ই মার্চের ভাষণ' সংবিধানের অপরিবর্তনীয় অংশ হিসেবে গণ্য হয়। সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী, '৭ই মার্চের ভাষণ' সংবিধানের অংশ হিসেবে আইনি স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশের সংবিধান টপিকের ওপরে পরীক্ষা দাও