গড়বেগ, গড়বর্গ বেগ, মূল গড়বর্গ বেগ ও সর্বাধিক সম্ভাব্য বেগ
0°C তাপমাত্রা এবং 1.0×10⁵ N/m² চাপে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের ঘনত্ব 1.98 kg/m³ সমচাপ 0°C ও 30°C তাপমাত্রায় উক্ত গ্যাস অণুর মূল গড় বর্গবেগ বের কর।
সমাধান:
আবার,
দুটি ভিন্ন আদর্শ গ্যাস একই চাপে ভিন্ন ভিন্ন পাত্রে আবদ্ধ আছে। যদি ρ1ও ρ2 এগুলোর ঘনত্ব এবং c1 ও c2 যথাক্রমে এগুলোর মূল গড় বর্গ বেগ হয়, তাহলে c1/c2 এর সমান হবে—
মূল গড় বর্গবেগ C এবং P এর মধ্যে সম্পর্ক হলো_
According to the kinetic theory of the gas,
i. RMS speed, c=√(3RT/M)
ii. Average speed, c̅ =√(8RT/πM)
iii. Most probable speed, ɑ=√(2RT/3M)
Which of the following is more appropriate?
STP তে কোনো গ্যাসের ঘনত্ব 0.09 kgm-3 হলে মূল গড় বর্গবেগ কত?