পয়সনের অনুপাত

1 m দীর্ঘ ও 1 mm ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 cm বৃদ্ধি করা হলে তারটির ব্যাস হ্রাস পাবে- (σ=0.25)

ইসহাক স্যার

d=σlDL=0.25×0.05×102×1×1031=1.25×107 m \begin{aligned} d & =\frac{\sigma l D}{L} \\ & =\frac{0.25 \times 0.05 \times 10^{-2} \times 1 \times 10^{-3}}{1} \\ & =1.25 \times 10^{-7} \mathrm{~m} \end{aligned}

পয়সনের অনুপাত টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

পদার্থবিজ্ঞান ল্যাবে শিক্ষার্থী রাফি ও ওয়াফি যথাক্রমে A ও B তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগে বিভিন্ন পর্যবেক্ষণ নিম্নরূপে লিপিবদ্ধ করল।

তার

দৈর্ঘ্য (m)

ব্যাসার্ধ্য (cm)

ঝুলানো ভর (kg)

দৈর্ঘ্য বৃদ্ধি (cm)

ব্যাসার্ধের হ্রাস (mm)

A

3

0.45

1.0

3.5

0.002

B

3.5

0.40

1.2

3.1

একটি পরীক্ষাগারে দুটি কক্ষ। কক্ষ দুটিতে দুটি তার ঝুলানো আছে। প্রথম কক্ষের কক্ষ তাপমাত্রা 2°C এবং দ্বিতীয় কক্ষের কক্ষ তাপমাত্রা 50°C। দ্বিতীয় তারটি প্রথম তার অপেক্ষা মোটা। প্রথম তারের দৈর্ঘ্য 1m, ব্যাস 5 mm; 3 kg ভর ঝুলানোর ফলে দৈর্ঘ্য হলো 1 cm এবং ব্যাস 0.01 mm। আবার দ্বিতীয় তারের দৈর্ঘ্য 3 m ব্যাস 15 mm সম ভর দেওয়ায় দৈর্ঘ্য হলো

3 cm এবং ব্যাস 0.03 mm।

X,Y,Z \mathrm{X}, \mathrm{Y}, \mathrm{Z} তিনটি তারের দৈর্ঘ্য একই। তার 3টির উপর একই 4×1012 4 \times 10^{12} Nm2 \mathrm{Nm}^{-2} পীড়নের ফলে, দৈর্ঘ্য যথাক্রমে 4%,2% ও 1% 4 \%, 2 \% ~ও~1 \% হলো।

বাস্তবে প্রায় সকল পদার্থের  σ\ \sigma এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক?