স্বকিয় ও পারস্পরিক আবেশ
100 পাকবিশিষ্ট একটি কুন্ডলীতে 4A তড়িৎ প্রবাহ চালালে 0.02 Wb চৌম্বক ফ্লাক্স তৈরি হয়। কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত?
একটি কুণ্ডলীতে প্রবাহমাত্রা 0.5 sec সময়ে 0A থেকে 2A হলে ওই কুণ্ডলীতে 80V তড়িচ্চালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর আবেশ গুণাঙ্ক কত?
কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ১ mAs -১ হারে পরিবর্তনের দরুন আবিষ্ট তড়িচ্চালক বল ৫০ μV হলে কুণ্ডলিটির স্বআবেশ গুণাঙ্ক-
2 mH এবং 8 mH আবেশাঙ্ক বিশিষ্ট দুটি কুণ্ডলীকে এমনভাবে রাখা হয়েছে যে, একটি কুণ্ডলীর চৌম্বক ফ্লাক্স সম্পূর্ণভাবে দ্বিতীয় কুণ্ডলীর মধ্য দিয়ে যেতে পারে। কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশাঙ্ক কত?
যখন একটি সলিনয়েডের দৈর্ঘ্য ও পাক সংখ্যা দ্বিগুণ করা হয় তখন ওর স্বাবেশাঙ্ক—