সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি সংক্রান্ত ও খুটি বিষয়ক

12 m দৈর্ঘ্যের একটি তক্তা দুটি খুঁটির উপর রয়েছে। প্রথম খুঁটি তক্তাটির এক প্রান্তে এবং অপর খুঁটি তক্তাটির অপর প্রান্ত থেকে 4 m দূরে। তক্তাটির ওজন 30 kg হলে দ্বিতীয় প্রান্তে সর্বোচ্চ কত কেজি ওজনের ভর চাপানো যাবে, যাতে তক্তাটি উল্টাবে না?

তক্তাটি না উল্টালে ১ম খুটির উপর চাপ ০ হবে।

সুতরাং, ২য় খুটি বরাবর ভ্রামক নিয়ে,

30×2=4×x x=1530\times2=4\times x\ \therefore x=15 kg

সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি সংক্রান্ত ও খুটি বিষয়ক টপিকের ওপরে পরীক্ষা দাও