একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য
14.
একবীজপত্রী উদ্ভিদের মুলের অন্তর্গঠনের শনাক্তকারী প্যাচটি বৈশিষ্ট্য লিখ।
একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠিনগত শনাক্তকারী ছয়টি বৈশিষ্ট্য নিম্নরুপ:
(i) ত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী রােম আছে।
(ii) অধঃত্বক অনুপস্থিত।
(iii) কর্টেক্স বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়।
(iv) পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত।
(v) ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত
(vi) মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রােটোজাইলেম পরিধির দিকে অবস্থিত।
একবীজপত্রী উদ্ভিদ মূলে কতটি জাইলেম থাকে?
কাণ্ডের বহিরাবরণ কী নামে পরিচিত?
একবীজপত্রী উদ্ভিদের মূলে বিদ্যমান
i. বহিঃত্বকে কিউটিকল অনুপস্থিত
ii. ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয়
iii. ভাস্কুলার বান্ডল অরীয়
নিচের কোনটি সঠিক?
শাকিব কচু গাছের একটি অংশ পর্যবেক্ষণ করে দেখতে পেল এর পরিবহন কলাগুচ্ছ অরীয়। উদ্ভিদের শীর্ষে আরো এক ধরনের টিস্যু বিদ্যমান যা পরবর্তীতে স্থায়ী টিস্যু সৃষ্টি করে।