একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য

14.

একবীজপত্রী উদ্ভিদের মুলের অন্তর্গঠনের শনাক্তকারী প্যাচটি বৈশিষ্ট্য লিখ।

একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠিনগত শনাক্তকারী ছয়টি বৈশিষ্ট্য নিম্নরুপ:


(i) ত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী রােম আছে।
(ii) অধঃত্বক অনুপস্থিত।
(iii) কর্টেক্স বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়।
(iv) পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত।
(v) ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত
(vi) মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রােটোজাইলেম পরিধির দিকে অবস্থিত।

একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য টপিকের ওপরে পরীক্ষা দাও