প্রক্ষেপক বা প্রাসের গতি
14 m/s আদি বেগে একটি পাথরকে উপর দিকে ছুঁড়ে দেওয়া হল। পাথরটি ফিরে আসতে কত সময় লাগবে?
উড্ডয়নকাল
একটি বোমারু বিমান ভূমি হতে 490m উচ্চতায় ভূমির সমান্তরালে 120ms-1 বেগে বোমা ফেলে দিল। ভূপৃষ্ঠের ওপর P একটি বিন্দু । বোমাটি কখন P বিন্দুতে আঘাত হানবে?
উপরের চিত্রে একটি প্রাসের গতি দেখানো হলো।
একটি বোমা বিস্ফোরিত হওয়ার পর তার কণাগুলো u বেগে ছড়িয়ে পড়লে তা সর্বোচ্চ কত ব্যাসার্ধের বৃত্ত গঠন করে?
চিত্রানুযায়ী A ও B বিন্দু থেকে দুটি বস্তু নিক্ষেপ করা হলো।
B বিন্দু থেকে নিক্ষিপ্ত বস্তুর 1sec পর বেগের উল্লম্ব উপাংশ-