২.৫ বন্ধন বিভাজন, বিকারক, আলিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন
2-মিথাইল প্রোপেন ও O2 এর বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ =
Ans : (c) 4CO2+5H2O+Heat O2 এর উপস্থিতিতে দহন বিক্রিয়া হয় ।
2-মিথাইল প্রোপেন এর সমরস যদি বিবেচনা করা যায়, তাহলে তার সংকেত হবে C4H10। সাধারণভাবে, একটি আলকেনের সম্পূর্ণ দহন হলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়।
C4H10 + 6.5O2 → 4CO2 + 5H2O + Heat
এই রিয়াকশনে, মোট ৪টি কার্বন ডাইঅক্সাইড এবং ৫টি পানি উৎপন্ন হচ্ছে। এছাড়াও তাপ উৎপন্ন হয়, যা এই ধরনের বিক্রিয়ার জন্য সাধারনত ঘটে।
অতএব, সঠিক উত্তরটি হল:
4CO2+5H2O+Heat (Option C)