২.১১ ইথার, কার্বনিল যৌগ: অ্যালডিহাইড, কিটোন
2,4-ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা যে কার্যকরী মূলক শনাক্ত করা যায় তা হলো-
অ্যালডিহাইড কিটোনের শনাক্তকারী বিক্রিয়া:
(ক) কার্বনিল মূলক শনাক্তকরণ: 2: 4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন পরীক্ষা (2:4-DNP) :
পরীক্ষা নলে 2-3 mL পরিমাণ 2:4- ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন নিয়ে এর মধ্যে প্রায় 5-6 ফোঁটা জৈব যৌগ
যোগ করলে যদি হলুদ-কমলা বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হয়; তবে অ্যালডিহাইড বা কিটোন বা কার্বনিল মূলক ঐ যৌগে উপস্থিত।