৪.৪ সম্মাবস্থা ও সাম্মাবস্থা এর গতিশীলতা
2SO2(g) + O2(g)2SO3(g) + 44.8 Kcal
বিক্রিয়াটিতে তাপমাত্রা বৃদ্ধি করলে -
i. SO3এর পরিমাণ হ্রাস পায়
ii. Kc এর মান হ্রাস পায়
iii. বিক্রিয়া পশ্চাৎমুখী হয়
এই প্রশ্নটি চক্রবৃদ্ধি বিক্রিয়া (Reversible reaction) এবং লিও শ্যাটলিয়ারের নিয়মের উপর ভিত্তি করে তৈরি। বিক্রিয়া:
এখানে, তাপোৎপাদী বিক্রিয়া (Exothermic reaction)। এই ধরনের বিক্রিয়ার জন্য লা শাতেলিয়ারের নিয়ম বলে যে, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী (reverse) হয়ে যায়, কারণ এটি তাপ শোষণের মাধ্যমে ব্যালেন্স পুনরুদ্ধার করার চেষ্টা করে।
তাহলে:
i. SO3 এর পরিমাণ হ্রাস পায় - এটি সঠিক। তাপমাত্রা বৃদ্ধি হলে SO3 কমে যাবে, কারণ বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। ii. Kc এর মান হ্রাস পায় - এটি সঠিক। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার পশ্চাৎমুখী হওয়ার কারণে সমীকরণের গতি পরিবর্তিত হবে, ফলে Kc কমে যাবে। iii. বিক্রিয়া পশ্চাৎমুখী হয় - এটি সঠিক। তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে।
অতএব সঠিক উত্তর হবে ঘ (i, ii ও iii)।
In the decomposition of hydrogen peroxide, phosphoric acid acts as a-
তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নের বিক্রিয়া অনুসারে SO3 এর উৎপাদনের উপর কি প্রভাব পড়বে?
2SO2 + O2 ⇌ 2SO3 ΔH= -192.46KJ
রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়কের সক্রিয়ভর বলতে বোঝানো হয়—
i. মোলার ঘনমাত্রা
ii. মোলার আয়তন
iii. আংশিক চাপ
নিচের কোনটি সঠিক?
রসায়নিক সাম্যাবস্থার জন্য নিচের তথ্য/তথ্যসমূহ সঠিক?
i. তাপহারী বিক্রিয়ায় তাপ প্রদান করা হলে সম্মুখ বিক্রিয়া সংঘটিত হবে
ii. 10°C তাপ প্রদান করা হলে বিক্রিয়ার গতি দুই থেকে তিন গুন বৃদ্ধি পেতে পারে
iii. উৎপাদের ঘনমাত্রা কমালে সম্মুখ বিক্রিয়া সংগঠিত হবে
নিচের কোনটি সঠিক?