৪.৪ সম্মাবস্থা ও সাম্মাবস্থা এর গতিশীলতা

2SO2(g) + O2(g)\Leftrightarrow2SO3(g) + 44.8 Kcal

বিক্রিয়াটিতে তাপমাত্রা বৃদ্ধি করলে -

i.  SO3এর পরিমাণ হ্রাস পায়

ii. Kএর মান হ্রাস পায়

 iii. বিক্রিয়া পশ্চাৎমুখী হয়

এই প্রশ্নটি চক্রবৃদ্ধি বিক্রিয়া (Reversible reaction) এবং লিও শ্যাটলিয়ারের নিয়মের উপর ভিত্তি করে তৈরি। বিক্রিয়া:

এখানে, তাপোৎপাদী বিক্রিয়া (Exothermic reaction)। এই ধরনের বিক্রিয়ার জন্য লা শাতেলিয়ারের নিয়ম বলে যে, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী (reverse) হয়ে যায়, কারণ এটি তাপ শোষণের মাধ্যমে ব্যালেন্স পুনরুদ্ধার করার চেষ্টা করে।

তাহলে:

i. SO3 এর পরিমাণ হ্রাস পায় - এটি সঠিক। তাপমাত্রা বৃদ্ধি হলে SO3 কমে যাবে, কারণ বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। ii. Kc এর মান হ্রাস পায় - এটি সঠিক। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার পশ্চাৎমুখী হওয়ার কারণে সমীকরণের গতি পরিবর্তিত হবে, ফলে Kc কমে যাবে। iii. বিক্রিয়া পশ্চাৎমুখী হয় - এটি সঠিক। তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে।

অতএব সঠিক উত্তর হবে ঘ (i, ii ও iii)।

৪.৪ সম্মাবস্থা ও সাম্মাবস্থা এর গতিশীলতা টপিকের ওপরে পরীক্ষা দাও