আম্পিয়ারের সূত্র ও চৌম্বকক্ষেত্রের বল

3.14 m লম্বা একটি ঋজু তারের মধ্য দিয়ে 4 A তড়িৎ  প্রবাহ চলছে।  

তারটি থেকে 3 cm দুরে একটি ইলেকট্রন তারের সমান্তরালে কিন্তু প্রবাহের বিপরীত দিকে 3×105  ms-1 বেগে চলছে।  ইলেকট্রনটি কত বল অনুভব করে?  

ইস্‌হাক স্যার

অসীম দৈর্ঘ্যের সোজা পরিবাহী সূত্র হতে পাই,

B=μ0I2πa=4π×107×42×π×0.03=2.67×105 T. \begin{aligned} B & =\frac{\mu_{0} I}{2 \pi \mathrm{a}} \\ & =\frac{4 \pi \times 10^{-7} \times 4}{2 \times \pi \times 0.03} \\ & =2.67 \times 10^{-5} \mathrm{~T} . \end{aligned}

এখন এই চুম্বক ক্ষেত্রের দিক তলের সাথে লম্ব তথা L এর বেগের সাথেও লম্ব।

F=qvBsinθ=(1.6×1019×3×105×2.67×105sin90)N=1.28×1018 N \begin{aligned} \mathrm{F} & =q v B \sin \theta \\ & =\left(1.6 \times 10^{-19} \times 3 \times 10^{5} \times 2.67 \times 10^{-5} \sin 90^{\circ}\right) \mathrm{N} \\ & =1.28 \times 10^{-18} \mathrm{~N} \end{aligned}

আম্পিয়ারের সূত্র ও চৌম্বকক্ষেত্রের বল টপিকের ওপরে পরীক্ষা দাও