আম্পিয়ারের সূত্র ও চৌম্বকক্ষেত্রের বল
3.14 m লম্বা একটি ঋজু তারের মধ্য দিয়ে 4 A তড়িৎ প্রবাহ চলছে।
তারটি থেকে 3 cm দুরে একটি ইলেকট্রন তারের সমান্তরালে কিন্তু প্রবাহের বিপরীত দিকে 3×105 ms-1 বেগে চলছে। ইলেকট্রনটি কত বল অনুভব করে?
অসীম দৈর্ঘ্যের সোজা পরিবাহী সূত্র হতে পাই,
এখন এই চুম্বক ক্ষেত্রের দিক তলের সাথে লম্ব তথা L এর বেগের সাথেও লম্ব।
একটি ধারকের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ক্ষেত্রে বৈদ্যুতিক প্রাবল্য কোনো চার্জ q কে নিচের চিত্রানুযায়ী বদ্ধপথ PQRS বরাবর পরিচালিত করতে কাজের পরিমান কত?
একটি বৃত্তাকার কুন্ডলীর ব্যাসার্ধ 20cm. এর মধ্যে 2A তড়িৎ প্রবাহ চললে এবং 3.14×10-3 T এর চৌম্বক ক্ষেত্র তৈরী হলে, কুন্ডলীর পাক সংখ্যা-
2T সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30° কোণে একটি আলফা কণা 104 ms-1 বেগে চলতে থাকলে কণাটির ওপর ক্রিয়াশীল বল কত?
2 MeV শক্তির একটি প্রোটন 2T প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সমকোণে চলছে। প্রোটনের ওপর যে বল ক্রিয়া করে তার মান—