কৌনিক ভরবেগ এবং গতিশক্তি ও ভরবেগের সংরক্ষণশীলতা

40 kg ভরের নাজিফা একটি লম্ব অক্ষাংশের সাপেক্ষে নাগরদোলায় 25 m ব্যাসের বৃত্তাকার ঘর্ষণহীন অনুভূমিকতলে মিনিটে 10 বার ঘুরছে। সে ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে আসে এবং কোন এক সময় সে কেন্দ্ৰ হতে 6 m দূরে থাকে ।

ACC 23
কৌনিক ভরবেগ এবং গতিশক্তি ও ভরবেগের সংরক্ষণশীলতা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে একটি বৃত্তাকার ফ্লাই হুইলের জড়তার ভ্রামক 3.8 kgm এবং এর কৌণিক দ্রুতি 2 revs1revs^{-1}। হুইলটির কৌণিক দ্রুতি 6 টি ঘূর্ণনের মাধ্যমে 2 revs1revs^{-1} থেকে 5 revs1revs^{-1} পর্যন্ত বৃদ্ধি করতে 42 Nm মানের ধ্রুব টর্ক প্রয়োজন হয় ।

R R বিন্দুতে বস্তুর ভর m=2 m=2

kg,r=(i^2j^+bk^)mv=(2i^4j^+2k^)ms1,P= ভরবেগ।  \begin{array}{l} \mathrm{kg}, \overrightarrow{\mathrm{r}}=(\hat{\mathrm{i}}-2 \hat{\mathrm{j}}+\mathrm{b} \hat{\mathrm{k}}) \mathrm{m} \\ \overrightarrow{\mathrm{v}}=(2 \hat{\mathrm{i}}-4 \hat{\mathrm{j}}+2 \hat{\mathrm{k}}) \mathrm{m} \\ \mathrm{s}^{-1}, \overrightarrow{\mathrm{P}}=\text { ভরবেগ। } \end{array}

কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

4 kg ভরের একটি বস্তুকে 0.3 m দীর্ঘ ও 106m210^{-6}m^2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের একপ্রান্তে বেধে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। ঘুরানোর সময় তারের দৈর্ঘ্য 0.0004% বৃদ্ধি পায়।