আলোক তড়িত ক্রিয়া
450 nm তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরিত রশ্মির 1 মোল ফোটনের শক্তি কত?
ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষণে দেখা গেল পটাসিয়াম ধাতুর উপর তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয় কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। যদি তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয় তবে ইলেকট্রন নিঃসরিত হয় এবং গতিশক্তি প্রাপ্ত হয় ।
আপতিত আলোর কী বৃদ্ধি করলে ফটোতড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে?
তিনটি ভিন্ন প্লেট P, Q, R এর উপর ফটোতড়িৎক্রিয়া পর্যবেক্ষণ করা হলো যাদের কার্যাপেক্ষক যথাক্রমে এবং প্রতি প্লেটের উপর যে তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য এবং ।
তরঙ্গদৈর্ঘ্যের UV-রশ্মির কার্যাপেক্ষক 3.10 eV। এই রশ্মিটি ধাতুর উপর পড়লে ধাতবপৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত হয়।