সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল
5 kg 5 \mathrm{~kg} 5 kg ও 7 kg 7 \mathrm{~kg} 7 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 5 ms−1 5 \mathrm{~ms}^{-1} 5 ms−1 এবং 6 ms−1 6 \mathrm{~ms}^{-1} 6 ms−1 বেগে পরস্পর বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে।
প্রত্যয়নী বল কাকে বলে?
উড্ডয়নকালে প্রাসের অনুভূমিক বেগের কোনো পরিবর্তন হয় কি? -ব্যাখ্যা করো।
উদ্দীপকের বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ নির্ণয় করো।
উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক-গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
সংরক্ষণশীল বলের ক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?