৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী

6 টি প্রোটন বিশিষ্ট মৌলের সাথে কতটি প্রোটন বিশিষ্ট মৌলের রাসায়নিক ধর্মে সাদৃশ্য রয়েছে?

MCC 23

পর্যায় সারণির একই গ্রুপের মৌলগুলোর বহিঃস্থ কক্ষপথে ইলেক্ট্রনের সংখ্যা একই হওয়ায় তাদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে।

6টি প্রোটন বিশিষ্ট মৌল। এই মৌল হল কার্বন (C)। কার্বন পর্যায় সারণির চতুর্থ গ্রুপে অবস্থিত। একই গ্রুপের পরবর্তী মৌল হল সিলিকন (Si), যার পারমাণবিক সংখ্যা 14। তাই, 6টি প্রোটন বিশিষ্ট কার্বনের সাথে 14টি প্রোটন বিশিষ্ট সিলিকনের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকবে।

৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী টপিকের ওপরে পরীক্ষা দাও