ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার
72 ঘন্টা পরপর জ্বর হয় কোন রোগের ক্ষেত্রে?
ম্যালেরিয়ার পরজীবীর নাম:
Plasmodium vivax— বিনাইন টারশিয়ান ম্যালেরিয়া--48 ঘন্টা পর পর জ্বর আসে।
Plasmodium malariae--কোয়ারটার্ন ম্যালেরিয়া—-72 ঘন্টা পর পর জ্বর আসে।
Plasmodium ovale---মৃদু টারশিয়ান ম্যালেরিয়া—-48 ঘন্টা পর পর জ্বর আসে।
Plasmodium falciparum— ম্যালিগন্যান্ট টারশিয়ান ম্যালেরিয়া---36-48 ঘন্টা পর পর জ্বর আসে।
Plasmodium-এর স্পােরাজয়েটের আকৃতি কেমন?
আমেনা কাঁপুনিসহ জ্বরে ভুগছে। রক্ত পরীক্ষার পর ডাক্তার বললেন যে, লোহিত রক্ত কণিকায় এক প্রকার অণুজীবের সংক্রমণের কারণে এ অবস্থা হয়েছে।
ম্যালেরিয়া পরজীবীর মশকীর দেহে সংঘটিত যৌন জননের সময়কালকে দুটি পর্যায়ে ভাগ করা যায় ; যথা-
(ক)গ্যামিটোগণি এবং
(খ)স্পোরোগণি
উদ্দীপকের "খ" পর্যায়ে নিচের কোন গঠনটির সৃষ্টি হয় ?
ম্যালেরিয়ার পরজীবি যৌন চক্রের সর্বশেষ ধাপ কি?