সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি সংক্রান্ত ও খুটি বিষয়ক

8 ডাইন ও 3 ডাইন মানের দু‘টি বিপরীতমূখী সমান্তরাল বল একটি বারের 12 সে.মি দূরত্বে অবস্থতে দু‘টি বিন্দুতে ক্রিয়া করছে। একটি মাত্র বলের ক্রিয়ায় বারটিকে ভারসাম্যে রাখতে হলে, বারের ন্যূনতম দৈর্ঘ্য হবে?

BUET 11-12,Admission_Weekly_25

3 × (12 + x ) = 8 × x

- 36 + 3 x = 8x

- 5 x = 36

X = 7.2 cm

 বারের নূন্যতম দৈর্ঘ্য C=12+x=19.2=1915 cm \begin{array}{l}\therefore \text { বারের নূন্যতম দৈর্ঘ্য } \mathrm{C}=12+\mathrm{x}=19.2=19 \frac{1}{5} \mathrm{~cm} \\\end{array}

সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি সংক্রান্ত ও খুটি বিষয়ক টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

দৃশ্যকল্প-১ : XYZ সমবাহু ত্রিভুজের YZ,ZX এবং XY বাহুর সমান্তরাল যথাক্রমে 5,7 এবং 9 একক মানের তিনটি বল ক্রিয়ারত। 


দৃশ্যকল্প-২ : 2P দীর্ঘ এবং M ওজনবিশিষ্ট একটি সুষম তক্তা l দূরত্বে অবস্থিত দুটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত। একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক M1 ও M2 ওজন ঝুলানো যায়।

দৃশ্যকল্প-১ : w ওজনের একটি কাঁঠাল a কোণে হেলানো ডালে ঝুলছিল ।

দৃশ্যকল্প-২ : ৪ মিটার দীর্ঘ ও 42 কেজি ওজনের AB একটি তক্তা দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত; একটি খুঁটি A প্রান্তে, অপরটি B প্রান্ত হতে 2 মিটার ভিতরে অবস্থিত ।

2 মি. দীর্ঘ  ও 5 কেজি ওজনের  একটি সুষম রডকে  একটি টেবিলের উপর   এমনভাবে  রাখা হয়েছে যে,   রডটির দীর্ঘের 16 সে. মি.  ধারের বাইরে থাকে।  রডটির  পড়ে যাওয়ার  পুর্বে  ঐ প্রান্তে কত ওজন ঝুলানো  যাবে?