১.১৫ CFC গ্যাস ও ওজন স্তর, অ্যাসিড বৃষ্টি ও প্রতিকার
a)পরিবেশের উপর এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি কি কি?
b) 341gm ভরের পানিতে 4gm sucrose দ্রবীভূত করা হলে দ্রবণের মোলারিটি কত?
(a) এসিড মিশ্রিত বৃষ্টিকে এসিড বৃষ্টি বলে। সাধারন পানির মান যেখানে 7, সেক্ষেত্রে কোন কোন স্থানের এসিড বৃষ্টির পানির মান 5 থেকে 4.3 এ নেমে যেতে দেখা যায়। আর বৃষ্টি পরিবেশের ব্যাপক ক্ষতি করে। জলাশয়ে মাছ মরে যায়, বনভূমি ধ্বংস হয়, দালান-কোঠার ক্ষতি হয়, ধাতু নির্মিত জাহাজ, সেতু, যানবাহন কোনটিই এসিড বৃষ্টির ক্ষয় হতে রক্ষা পায়না।
(b)
দ্রবণের মোলালিটি
= দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর -এ)
দ্রাবকের ভর
দ্রবের আণবিক ভর
সুক্রোজের আণবিক ভর