রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি

"A" চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হলো—

  1. বেশি সংখ্যক জিন ধারন করে

  2. দ্বিসূত্রক DNA অণু

  3. সংরক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন করে

নিচের কোনটি সঠিক? 

DB 17

প্লাসমিডের সাধারণ বৈশিষ্ট্য:

১। প্লাসমিড বৃত্তাকার (চক্রাকার) দ্বি-সূত্রক DNA অণু।

২। এর আণবিক ভর প্রায় 10^6–200 × 10^6 dalton.

৩। প্লাসমিড অল্পসংখ্যক জিন ধারণ করে থাকে।

৪। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাসমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়।

৫। এরা কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে।

৬। কোনো কোনো প্লাসমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন-colicin, vibriocin.ইত্যাদি।

৭। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাব অনুলিপন (replicate) করতে পারে। প্লাসমিডের প্রকারভেদ: প্লাসমিড প্রধানত তিন প্রকার।

রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি টপিকের ওপরে পরীক্ষা দাও