প্রস্বেদন, পত্ররন্ধ্রের গঠন বর্ণনা ও পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হওয়ার কৌশল এবং পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া
A চিহ্নিত অংশের নাম কি?
রক্ষী কোষ
গ্রন্থি কোষ
সহকারী কোষ
ভাজক কোষ
উদ্ভিদের পাতায় অবস্থিত একটি রন্ধ্রের মাধ্যমে পানি তরলাকারে নির্গত হলেও অন্য আরেকটি রন্ধ্রের মাধ্যমে পানি বাষ্পাকারে নির্গত হয় এবং রন্ধ্রটির খোলা ও বন্ধ হওয়া রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন হয়-
কোন ক্ষেত্রে প্রস্বেদন হার বেশি হয়? যদি –