তরঙ্গের মৌলিক বিষয়বস্তু
a বিস্তার সম্পন্ন দুটি তারের উপরিপাতনের ফলে সৃষ্ট লদ্ধি তরঙ্গের সর্বোচ্চ বিস্তারের মান কত?
যখন দুটি বা তার বেশি তরঙ্গ একই সঙ্গে একই মাধ্যমের ভেতর দিয়ে এগোতে থাকে তখন মাধ্যমের প্রতিটি
কণার লব্ধি সরণ হবে আলাদাভাবে সৃষ্ট প্রতিটি তরঙ্গের সরণের ভেক্টর যোগফলের সমান। এই সূত্রকে তরঙ্গের
উপরিপাতনের সূত্র বা উপরিপাতনের নীতি (principle of superposition) বলে।
নীতি : “কোনো কণার ওপর একই সময়ে দুটি তরঙ্গ আপতিত হলে সাম্যাবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে
তরঙ্গ দুটির জন্য কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান।”
কোনো বস্তুতে স্পন্দন সৃষ্টি হলে ঐ স্পন্দন বায়ুতে -
নিচের কোনটি সঠিক?
স্থির তরঙ্গের পাশাপাশি একটি সুস্পন্দ বিন্দু ও একটি নিস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব কত?
একমুখ বন্ধ নলে একটি শব্দতরঙ্গ সৃষ্টি করা হলো। নলের দৈর্ঘ্য এমন ভাবে ঠিক করা হলো যেন নলের ভেতরে শব্দ সর্বোচ্চ জোড়ালো হয়।নলের ভেতরে শব্দ তরঙ্গের প্রকৃতি কিরূপ?
নিচের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না?