১.২- গ্লাস সামগ্রী ব্যবহার এর নিরাপদ কৌশল

(a) ল্যাবরেটরীতে জিটেক্স গ্লাভস ও লাটেক্স গ্লাভস-এর ব্যবহার লিখ।

(b) ক্রোমিক এসিড মিশ্রণ কিভাবে glass apparatus থেকে তৈল জাতীয় পদার্থ দূর করে?

(c) হ্যাজার্ড প্রতীক কাকে বলে?

RUET 18-19

(a) Zetex গ্লাভসের ব্যবহার:

(১) এসবেস্টস ফাইবারের বিকল্প হিসেবে ব্যবহার হয়।

(২) উত্তপ্ত যন্ত্রপাতি স্থানান্তর।

(৩) অমসৃণ ভারী যন্ত্রপাতি নাড়াচাড়া করা।

লাটেক্স গ্লাভসের ব্যবহার:

(১) আয়তনিক বিশ্লেষণ ও লবণ বিশ্লেষণ।

(২) কার্যকরী মূলকের শনাক্তকরণ।

(৩) কেলাসন পরীক্ষা।

(8) চামড়ার ক্ষর ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ নাড়াচাড়া।

(৫) সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি।

(b) ক্রোমিক এসিড তীব্র জারক যা নিম্নরূপ বিক্রিয়ার মাধ্যমে তৈল জাতীয় পদার্থ দূর করে-

K2Cr2O7+H2SO4K2SO4+H2Cr2O7;H2Cr2O7+H2O2H2CrO4 \mathrm{K}_{2} \mathrm{Cr}_{2} \mathrm{O}_{7}+\mathrm{H}_{2} \mathrm{SO}_{4} \rightarrow \mathrm{K}_{2} \mathrm{SO}_{4}+\mathrm{H}_{2} \mathrm{Cr}_{2} \mathrm{O}_{7} ; \mathrm{H}_{2} \mathrm{Cr}_{2} \mathrm{O}_{7}+\mathrm{H}_{2} \mathrm{O} \rightarrow 2 \mathrm{H}_{2} \mathrm{CrO}_{4}

(c) বিপজ্জনক রাসায়নিক উপাদানের ক্ষেত্রে সংরক্ষণের স্থানে বিশেষ বিপদ সংকেতের মাধ্যমে চিহ্নিত করে রাখা হয়। এদেরকে হ্যাজার্ড প্রতীক বলে।

১.২- গ্লাস সামগ্রী ব্যবহার এর নিরাপদ কৌশল টপিকের ওপরে পরীক্ষা দাও