২.৭ UV রশ্মি, জাল টাকা, IR রশ্মি, এবং এদের ব্যাবহার, MRI

(a) UV রশ্মি দ্বারা জালনোট শনাক্তকরণের মূলনীতি লিখ।

RUET 17-18

UV রশ্মির তরঙ্গদৈর্ঘ্য λ=\lambda = 10nm থেকে 380nm হয়। তবে 230nm - 375nm তরঙ্গদৈর্ঘ্যের UV রশ্মি অপটিকেল সেন্সররূপে আসল-নকল কারেন্সি নোট ডিটেকটর মেসিনে ব্যবহৃত হয়। কারেন্সি নোটে Security device রূপে অপটিকেল সেন্সর ফসফোর (phosphor) নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। UV রশ্মির ক্ষুদ্র তরঙ্গ বা বৃহৎ ফ্রিক্যুয়েন্সির ফোটন দ্বারা ফসফোর অণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে উত্থিত হয়। পরক্ষণে ফসফোর অণুর উত্তেজিত ইলেকট্রন অস্থিতিশীল উত্তেজিত অবস্থা থেকে সুস্থিত অবস্থায় ফেরার পথে পূর্বের শোষিত শক্তি দৃশ্যমান আলোর নির্দিষ্ট বর্ণের ফ্রিক্যুয়েন্সিতে বিকিরিত হয়। এ বিকিরণ বর্ণযুক্ত আলো হওয়ায় একে অনুপ্রভা (fluorescence) বলে । এ নীতির উপর ভিত্তি করেই জাল টাকা / পাসপোর্ট শনাক্তকরণে UV রশ্মি ব্যবহৃত হয় ৷

২.৭ UV রশ্মি, জাল টাকা, IR রশ্মি, এবং এদের ব্যাবহার, MRI টপিকের ওপরে পরীক্ষা দাও