বলের উপাংশ ও অভিক্ষেপ
ABC সমবাহু ত্রিভুজের CB, CA ও AB বাহু বরাবর যথাক্রমে তিনটি বল P,Q ও R ক্রিয়া করে। এদের লব্ধি যদি ভরকেন্দ্রগামী এবং BC এর সমান্তরাল হয়, তবে প্রমান কর যে,
ধরি, লব্ধি
ও মধ্যমা এবং ত্রিভুজের ভরকেন্দ্র।
ধরি, মধ্যমা অপর বাহুর উপর লম্ব।
বিন্দুতে, Q.BE
.
(Proved)
A বিন্দুর চারদিকে মোমেন্ট নিয়ে P.AD = R'.AG
C বিন্দুতে, R. CF = R'.GD
ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি টেলিগ্রাফ পােষ্টের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে এবং অপর প্রান্ত ধরে একটি লােক নির্দিষ্ট বল প্রয়ােগে টানছে। পােষ্টটির কোন স্থানে দড়ি বাঁধলে লােকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজতম হবে?
ABC সমকোণী ত্রিভুজের BC, CA , AB বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5,4,3 একক । A,B,C বিন্দুতে একটি বলের ভ্রামক যথাক্রমে 0,-12,16 একক । বলটির মান ও দিক নির্ণয় কর।