বিবর্তনতত্ত্বের ধারণা ও বিবর্তনের মতবাদসমূহ
Archaeopteryx-এ সরীসৃপের বৈশিষ্ট্য-
i. চেয়ালে দাঁত বিদ্যমান
ii. লেজ ২০টি কশেরুকা যুক্ত
iii. সমোষ্ণশোণীত
নিচের কোনটি সঠিক?
Archaeopteryx-এ পাখির বৈশিষ্ট্য
১. ছোট-বড় ও উড্ডয়ন উপযোগী অসংখ্য পালক ।
২. হাড়ের সংস্থাপন পাখির মতো ।
৩. চোয়াল চঞ্চু (beak)-র মতো প্রলম্বিত ।
৪. দুটি ক্ল্যাভিকল অস্থি মিলিত হয়ে “V” আকৃতির ফারকুলা(furcula) গঠন ।
৫. মাথার খুলি ১টি অক্সিপিটাল কন্ডাইল (occipital condyle) যুক্ত ।সমোষ্ণশোণিত (homoiothermic) অর্থাৎ দেহ তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করেনা ।
সরীসৃপের বৈশিষ্ট্যঃ
১.দেহ আইশযুক্ত
২. ২০টি কশেরুকাযুক্ত লম্বা লেজ
৩. দেহ কংকাল পুরু ও নিরেট হাড় দিয়ে গঠিত
৪. তীক্ষ্ণ ও ধারালো দুসারি দাত আছে যা চোয়ালের কোটরে বিদ্ধ
৫. অগ্রপদে ৩ টি করে নখরযুক্ত আঙুল আছে।
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে জিরাফ এর খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে শিক্ষার্থীরা বিস্ময়াভিভূত হলো। এ ব্যাপারে শিক্ষার্থীরা তাদের জীববিজ্ঞান ২য় পত্রের শিক্ষককে প্রশ্ন করলে তিনি বললেন,"বিবর্তনের ধারায় প্রতিটি জীবই নতুন পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়।“
ডারউইনের মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ
গলার ক্রমব্যবহার
গলার দৈর্ঘ্যের প্রকরণ
প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
একটি বাণিজ্যিক মহাকাশযানের নভোচারী রহস্যময় অজানা উৎসের অনুসন্ধান করতে গিয়ে একটি জীবন্ত ফসিলের সন্ধান পান। এটির সাদা দাগসহ কালো রঙের। আরেকটি প্রজাতি পাওয়া গেছে যা পাখির বৈশিষ্ট্য বহন করে কিন্তু বাচ্চা মায়ের দুধ পান করে বেঁচে থাকে এবং তাদের দেহ পশম দ্বারা আবৃত।
নব্য-ডারউইনবাদ অনুযায়ী প্রকরণ সৃষ্টি হতে পারে নিচের কোনটির দ্বারা?
জিন মিউটেশন
জেনেটিক রিকম্বিনেশন
প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?