আর্থোপ্রোডা, একাইনোডার্মাটা ও কর্ডাটা

Arthropda পর্বের রেচন অঙ্গ—

i. মালপিজিয়ান নালিকা

ii. কক্সাল গ্রন্থি

iii. নেফ্রোসাইট

নিচের কোনটি সঠিক?

RB 23

Arthropoda পর্বের বৈশিষ্ট্য :

i. দেহ সন্ধিযুক্ত উপাঙ্গবিশিষ্ট, দ্বিপার্শীয় প্রতিসম, খন্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত।

ii. মস্তকে একজোড়া বা দুইজোড়া অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষি থাকে।

iii. বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত।

iv. রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত।

v. রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা।এছাড়াও রয়েছে কক্সাল,অ্যান্টেনাল বা ম্যাক্সিলারি গ্রন্থি।

আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের মধ্যে উল্লেখযোগ্য হলো:

মালপিজিয়ান নালিকা: নাইট্রোজেনযুক্ত বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত হয়।

কক্সাল গ্রন্থি: কিছু আর্থ্রোপোডে (বিশেষত জলজ আর্থ্রোপোডে) রেচনের জন্য ব্যবহৃত হয়।

নেফ্রোসাইট: রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে রেচনের কাজে সাহায্য করে।

আর্থোপ্রোডা, একাইনোডার্মাটা ও কর্ডাটা টপিকের ওপরে পরীক্ষা দাও