ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA
C এমন একটি জৈবসত্তা, যার গঠনে কোন কোষ নেই। কিন্তু প্রোটিন এবং A ও B থাকে। A তে থাইমিন থাকলেও B তে নেই।
সায়ানোফায কাকে বলে?
পোষকের ক্ষতি না করে। ফায সংখ্যাবৃদ্ধি করে-বুঝিয়ে বল।
A ও B অণুতে বিদ্যমান কার্বোহাইড্রেটের গাঠনিক সংকেত লেখ।
C এর ক্ষেত্রে A ও B বাহী দুটি ভিন্ন সত্তার ক্ষেত্রে তুলনামূলক আলোচনা কর।
জীবকোষে দুই ধরনের জৈব এসিড থাকে, যাহার একটি দ্বি-সূত্রক অবস্থায় বংশগতির বৈশিষ্ট্য বহন করলেও, অপরটি এক সূত্রক এবং প্রোটিন সংশ্লেষণ করে।
শব্দগুলো পড়ো—
P = DNA
Q=RNA
কোষের ৮০-৯০% RNA হলো-