১.১২ গ্যাস সিলিন্ডার করনে গ্যাস সূত্রের প্রয়োগ

CO2 এর সন্ধি চাপ কত?

একটি পদার্থের সন্ধি চাপ বা ক্রান্তি চাপ বলতে একটি নির্দিষ্ট চাপ বোঝাই যার উপরে আর যত তাপমাত্রায় প্রয়োগ করা হোক না কেন পদার্থটিকে গ্যাস থেকে আর তরলের পরিণত করা যায় না । CO2 এর সন্ধি চাপ -72.9 atm এবং সন্ধি তাপমাত্রা 31°C.

১.১২ গ্যাস সিলিন্ডার করনে গ্যাস সূত্রের প্রয়োগ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

CNG চালিত একজন অটোরিক্সা ড্রাইভার 300 atm চাপ সহ্য ক্ষমতাসম্পন্ন 50L আয়তনের একটি গ্যাস সিলিন্ডারে 25°C তাপমাত্রা এবং 200atm চাপে গ্যাস ভর্তি করে নাটোর থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে একদল উচ্ছৃঙ্খল জনতা যানবাহনটিতে আগুন ধরিয়ে দেয় । ফলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দুজন নিরীহ পথচারীর করুণ মৃত্যু হয় ।

H2,O2, N2,CH4 \mathrm{H}_{2}, \mathrm{O}_{2}, \mathrm{~N}_{2}, \mathrm{CH}_{4} এবং NH3 \mathrm{NH}_{3} গ্যাসের ভ্যান্ডারওয়ালস ধ্রুবক 'a' এর মান যথাক্রমে 0.24,1.36,1.39,2.25 0.24,1.36,1.39,2.25 এবং 4.17 atms L2 mol2 \mathrm{L}^{2} \mathrm{~mol}^{-2} হলে কোন গ্যাসটিকে সহজে তরলীকরণ করা যাবে?

Liquid Petroleum Gas-এ কোন গ্যাসসমূহের মিশ্রণ প্রধানত বিদ্যমান ?

বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের শতকরা পরিমাণ কত?