৪.৩ ফ্যারাডে এর প্রথম সূত্র
হলে মোল এর জন্য কত কুলম্ব চার্জ লাগবে?
এখানে, 1 মোল আয়নকে ধাতুতে রূপান্তর করতে 2 মোল ইলেকট্রন প্রয়োজন।
চার্জ
ফ্যারাডের সূত্র অনুযায়ী, 1 মোল ইলেকট্রন পরিবহণ করতে 96500 কুলম্ব চার্জ লাগে।
মোট চার্জ লাগবে = 2×96500C
ফ্যারাডের সূত্র প্রযোজ্য হয়-
i. তড়িৎ-অবিশ্লেষ্য পরিবাহীতে
ii. তড়িৎবিশ্লেষ্য পরিবাহীতে
iii. ইলেকট্রনীয় পরিবাহীতে
কোনটি সঠিক?
দ্রবণের মধ্যে 3000 C বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সঞ্চিত হবে?
একটি ধাতব লবণের জলীয় দ্রবণে বিদ্যুৎ ধরে প্রবাহিত করায় ক্যাথোডের ভর বৃদ্ধি পেল। ধাতুটির আণবিক ভর 108 হলে এর যোজ্যতা কত?
কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাংক কত?