ভর-শক্তির সম্পর্ক
সূত্রটি কার?
বিজ্ঞানী আইনস্টাইন 1905 খ্রিস্টাব্দের তার বিখ্যাত আপেক্ষিকতাবাদ তত্ত্বে বলেন যে ভর ও শক্তির পরস্পরের তুল্য অর্থাৎ ভরকে শক্তিতে ও শক্তিকে ভরে রূপান্তরিত করা যায় । m পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে পরিমাণ শক্তি পাওয়া যায়।